শেরপুরে নির্বাচনী সংঘর্ষে নিহত জামায়াত নেতার জানাজা সম্পন্ন
বৃহস্পতিবার , ২৯ জানুয়ারি, ২০২৬ ২:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
শেরপুর-৩ আসনের নির্বাচনী ইশতেহার অনুষ্ঠানে চেয়ারের স্থান নিয়ে সংঘর্ষে নিহত শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪২) এর জানাজা সম্পন্ন হয়েছে।
রেজাউল করিমের মরদেহ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর বিকেল ৪টা ৪০ মিনিটে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে আনা হয়। সেখানে প্রথম জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়ি গোপালখিলা উচ্চ বিদ্যালয় খেলার মাঠে নিয়ে যাওয়া হয়। রাত সাড়ে ৮টায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় এবং পরে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।
জানাজার সময় শ্রীবরদী প্রশাসন কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। জানাজা ও আশপাশে চার প্লাটুন বিজিবি ও সেনাসদস্যরা টহল দেয়।
নিহতের বাড়িতে গিয়ে দেখা যায়, মাতৃহীন রেজাউলের বাবা মাওলানা আব্দুল আজিজ ছেলের কবরের দিকে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন। বাড়ির ভেতরে নারীদের কান্নার আওয়াজ শোনা যায়। আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা খোঁজ-খবর নিচ্ছিলেন।
জেলা জামায়াতের আমির হাফিজুর রহমান নিহতের বাড়িতে এসে বলেন, “এই হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। হত্যার ভিডিও ফুটেজ থাকায় ভিডিও দেখে মামলা দায়ের করা হবে। প্রাথমিকভাবে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে, পরে কেন্দ্রীয় নেতাদের পরামর্শ অনুযায়ী কর্মসূচি নেওয়া হবে।”
নিহতের শ্বশুর হাফেজ মো. আবুবকর বলেন, “হত্যাকারীদের দ্রুত ফাঁসি চাই। এখন দেখবে কে রেজাউলের স্ত্রী ও দুই সন্তানকে।” নিহতের ছোট ভাইয়ের স্ত্রী বলেন, “সুষ্ঠু বিচার চাই এবং জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে।”
শেরপুরে আইনশৃঙ্খলার অবনতি না ঘটতে অতিরিক্ত সেনাসদস্যদের রাস্তায় টহল জোরদার করা হয়েছে। মূল সংঘর্ষস্থল ঝিনাইগাতী ও তার আশপাশ বর্তমানে শান্ত থাকলেও ঝিনাইগাতী বাজার এলাকায় শুনশান নীরবতা বিরাজ করছে। বিজিবি সদস্যরা বাজার এলাকায় টহল দিচ্ছেন।
ঘটনায় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসানকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁইয়া জানান, “এ ঘটনায় এখনও কোনো মামলা দায়ের হয়নি। পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করেছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।” জেলা পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বলেন, “আমাদের গোয়েন্দা সংস্থা এই ঘটনায় কাজ করছে। আমরা দ্রুত সময়ের মধ্যে প্রকৃত আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হবো।”
১২১ বার পড়া হয়েছে