রাজশাহীর জনসভা সফল করতে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির প্রস্তুতি সভা
বৃহস্পতিবার , ২৯ জানুয়ারি, ২০২৬ ১:৩৮ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীতে অনুষ্ঠিতব্য বিএনপির নির্বাচনী জনসভাকে সফল করতে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে ব্যাপক সাংগঠনিক তৎপরতা লক্ষ্য করা গেছে।
এ লক্ষ্যে সম্প্রতি এক প্রস্তুতিমূলক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম (চাইনিজ)। এছাড়াও জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, রাজশাহীতে অনুষ্ঠিতব্য এই জনসভা বিএনপির রাজনৈতিক আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। জনসভাকে সফল করতে দলীয় ঐক্য আরও সুদৃঢ় করা, সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা এবং সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
নেতৃবৃন্দ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠপর্যায়ে কাজ করতে হবে এবং সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে জনসভায় ব্যাপক জনসমাগম নিশ্চিত করতে হবে। এ সময় জনসভা সফল করতে করণীয় বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
১২৮ বার পড়া হয়েছে