টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রার্থনা করে নির্বাচনী প্রচারণা শুরু
বৃহস্পতিবার , ২৯ জানুয়ারি, ২০২৬ ১১:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বিশেষ দোয়া, মোনাজাত ও প্রার্থনা দিয়ে গোপালগঞ্জ-০৩ আসনের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ মারুফ শেখ এবং স্বতন্ত্র প্রার্থী ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে প্রার্থীরা তাদের কর্মী ও সমর্থকদের নিয়ে সমাধিতে যাওয়ার চেষ্টা করলে, অনুমতি না পাওয়ায় গেটের বাইরে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ মারুফ শেখ বলেন, 'স্বাধীনতার জন্য যারা অবদান রেখেছেন, তাদের মধ্যে অন্যতম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ আমি টুঙ্গিপাড়া উপজেলায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তাঁর কবর জিয়ারত করে দোয়া ও মোনাজাত করেছি। আমরা প্রমাণ করতে চেয়েছি যে, আমরা রাজনৈতিক প্রতিহিংসা করিনা। দেশ ও রাজনীতির জন্য যারা অবদান রেখেছেন, তাদের স্মরণীয় করে রাখা আমাদের কর্তব্য। টুঙ্গিপাড়ার মানুষও স্বাধীনতা যুদ্ধে অবদান রেখেছেন। তাদের অবদান চিরদিন বাংলাদেশের ইতিহাসে থাকবে এবং যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, তাদের স্মরণীয় রাখতে হবে।'
স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি দর্শন করা আমার দীর্ঘদিনের স্বপ্ন। এটি শুধুই একটি ঐতিহাসিক স্থান নয়, বরং সমগ্র বাঙালি জাতির আবেগ, বিশ্বাস ও প্রার্থনার কেন্দ্র। যারা বাংলা ভাষায় কথা বলে, বাংলা সংস্কৃতি ধারণ করে, তাদের প্রত্যেকেরই এখানে এসে শ্রদ্ধা জানানো ও প্রার্থনা করার ইচ্ছা থাকে। বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধু না থাকলে আজ যারা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সচিব, সেনাবাহিনী প্রধান, নৌ ও বিমান বাহিনী প্রধান হচ্ছেন, তাদের কেউই এই অবস্থানে আসতে পারতেন না। এমনকি অনেকেই ইঞ্জিনিয়ার বা ডাক্তার হওয়ার সুযোগ পেতাম না। বাংলাদেশ বঙ্গবন্ধুর দেশ এবং সমগ্র দেশই বঙ্গবন্ধুর।'
তিনি আরও বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিভিন্ন জেলা থেকে নির্বাচন করেছেন। সংসদ নির্বাচনে দেশের যেকোনো প্রান্ত থেকে যে কেউ অংশ নিতে পারেন। ভোট দেওয়া বা না দেওয়া সম্পূর্ণ জনগণের সিদ্ধান্ত। বিএনপির প্রার্থী একেক সময় একেক ধরনের বক্তব্য দিয়ে ভোটারদের নিরুৎসাহিত করছেন। কখনো ‘হাতপাখার’ প্রার্থী, কখনো অন্য প্রার্থীদের বিরুদ্ধে মন্তব্য করছেন।'
সমাধিস্থলে প্রবেশ সংক্রান্ত জিজ্ঞাসায় গোবিন্দ চন্দ্র প্রামাণিক জানিয়েছেন, 'দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা ওসি মহোদয়ের অনুমতি নিতে বলেছিলেন। পরে ওসির সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি জানান, বর্তমানে সমাধিস্থলে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। ফলে গেটের বাইরে দাঁড়িয়েই প্রার্থনা করা হয়।'
১১৫ বার পড়া হয়েছে