রূপগঞ্জে পল্লী বিদ্যুৎ কর্মচারীর ওপর হামলার অভিযোগ, উত্তেজনা
বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ ২:৩১ অপরাহ্ন
শেয়ার করুন:
নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি প্রচারণা কার্যক্রমে হামলার অভিযোগ উঠেছে।
‘হ্যাঁ’ ভোটের পক্ষে লিফলেট বিতরণ করতে গিয়ে পল্লী বিদ্যুতের এক কর্মচারীকে মারধর ও লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া বটতলা মোড়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সরকার ঘোষিত ‘হ্যাঁ’ ভোটের প্রচারণামূলক লিফলেট বিতরণের দায়িত্বে ছিলেন পল্লী বিদ্যুতের কর্মচারী জাহিদ। তিনি সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করছিলেন।
এ সময় একদল যুবক তাকে বাধা দেয় এবং পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। স্থানীয়দের দাবি, যুবদল নেতা রতন, নোরা ও বারেকের নেতৃত্বে এ হামলা সংঘটিত হয়। হামলাকারীরা প্রথমে লিফলেট বিতরণে বাধা দেয় এবং পরে গালিগালাজ করে জাহিদকে মারধর করে। কিল-ঘুষি ও লাথিতে তিনি আহত হন।
এছাড়া তার কাছে থাকা সরকারি লিফলেট ছিনিয়ে নিয়ে প্রকাশ্যে ছিঁড়ে ফেলা হয় এবং তাকে এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দেওয়া হয় বলে জানা গেছে।
ঘটনার পর আহত জাহিদ নিরাপদ স্থানে গিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানান। স্থানীয়রা বলেন, নির্বাচন ঘিরে কায়েতপাড়া ও চনপাড়া এলাকায় আগে থেকেই রাজনৈতিক উত্তেজনা ছিল। এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।
এলাকাবাসীর অভিযোগ, নির্বাচনী পরিবেশ ক্রমেই ভয়ভীতির দিকে যাচ্ছে, তবে প্রশাসনের তৎপরতা তেমন দেখা যাচ্ছে না। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
১৭৯ বার পড়া হয়েছে