দোয়ারাবাজারে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের সরকারি প্রচারণায় আপত্তি
বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ ২:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারি উদ্যোগে প্রচারণা চালানোর বিষয়ে আপত্তি জানিয়েছেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খসরু।
বুধবার দুপুরে “জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬” উপলক্ষে দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আপত্তি জানান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
বিএনপি নেতা খসরু বলেন, তাদের দল জুলাই সনদে স্বাক্ষর করেছে এবং সে অনুযায়ী তারা অবস্থান স্পষ্ট করেছে। তবে গণভোটে একপাক্ষিকভাবে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারি প্রচারণা চালানো, সরকারি সরঞ্জাম ও প্রশাসনিক সহায়তা ব্যবহার করা নিয়ে তার সংশয় রয়েছে। তিনি বলেন, ভোটাররা ‘হ্যাঁ’ বা ‘না’ যেকোনো সিদ্ধান্ত নিজের মতামত অনুযায়ী দেবেন—এ সুযোগ নিশ্চিত করা উচিত। একতরফা প্রচারণা হলে সেটি প্রকৃত গণভোট বা মতামত যাচাই হিসেবে গ্রহণযোগ্য হবে না বলেও মন্তব্য করেন তিনি।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দোয়ারাবাজার সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মোহাম্মদ শাওন, সহকারী পুলিশ সুপার (ছাতক-দোয়ারা সার্কেল) শেখ মো. মুরসালিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সালেহীন খাঁন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৭৬ বার পড়া হয়েছে