ভোটাধিকার ফিরে পেতে মানুষ জেগে উঠেছে : দুলু
বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ ১০:০০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিএনপির কেন্দ্রীয় নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা-০২ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় এবার তিনি ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন।
তার মতে, দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত থাকায় মানুষ এবার ভোট দিতে উদগ্রীব হয়ে উঠেছে।
বুধবার (সকাল) নাটোর সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের চৌরি বাজারে নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন। দুলু জানান, প্রায় ৫০ বছরের রাজনৈতিক জীবনে এমন জনসমর্থন তিনি আগে দেখেননি। তিনি বলেন, '২৪ বছর আগে তিনবার এমপি নির্বাচিত হয়েছিলাম, কিন্তু এবার যে সাড়া পাচ্ছি তা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। মানুষ আগে ভোট দিতে পারেনি, পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার সুযোগ পায়নি। তাই এখন তারা জেগে উঠেছে।'
তিনি আরও আশা প্রকাশ করেন, আগামী ১২ তারিখ তারেক রহমানের নেতৃত্বে ভোটাররা বিপুল ভোটে ধানের শীষ প্রতীককে বিজয়ী করবেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
১৭৫ বার পড়া হয়েছে