বিএনপির বিরুদ্ধে স্বৈরাচারী ভাষা ব্যবহারের অভিযোগ তারেক রহমানের
মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ ৪:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
বিএনপির বিরুদ্ধে একটি রাজনৈতিক দল পলাতক স্বৈরাচারের ভাষা ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। কোনো দলের নাম উল্লেখ না করে তিনি বলেন, বিএনপিকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন আখ্যা দেওয়া হচ্ছে, অথচ ২০০১ থেকে ২০০৬ মেয়াদে সেই দলেরই দুই নেতা বিএনপি নেতৃত্বাধীন সরকারে মন্ত্রী ছিলেন।
মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ নগরের সার্কিট হাউস মাঠে বিএনপি আয়োজিত বিভাগীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিকেল সাড়ে ৩টার পর ঢাকার দিক থেকে সড়কপথে সভাস্থলে পৌঁছান তারেক রহমান। মঞ্চে ওঠার আগে তিনি বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। বিকেল ৪টার দিকে মঞ্চে উঠলে স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা। এ সময় তার সঙ্গে স্ত্রী জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।
বক্তব্যে তারেক রহমান বলেন, যারা বিএনপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছে, তাদেরই দুই প্রতিনিধি পুরো মেয়াদজুড়ে সরকারে ছিলেন। তারা পদত্যাগ না করায় প্রমাণ হয়, খালেদা জিয়ার নেতৃত্বে তখন দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ছিল। আন্তর্জাতিক বিভিন্ন সূচকও দেখায়, সেই সময় বাংলাদেশ দুর্নীতির অবস্থা থেকে উন্নতির দিকে যাচ্ছিল।
নির্বাচনী জনসভায় অন্য দলকে আক্রমণ করার রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, জনগণের কল্যাণ ছাড়া কেবল সমালোচনা করে কোনো লাভ নেই। জনগণ সেই দলকেই ভোট দেবে, যাদের কাছে দেশের উন্নয়ন ও পরিচালনার সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।
আগামী দিনে দেশ পরিচালনার জন্য বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, খাদ্য উৎপাদন বৃদ্ধি, গ্রাম থেকে শহর পর্যন্ত সড়ক অবকাঠামো উন্নয়ন, শিক্ষার বিস্তার, আইনশৃঙ্খলা রক্ষা ও দুর্নীতি নিয়ন্ত্রণে বিএনপির পূর্ব অভিজ্ঞতা রয়েছে।
ময়মনসিংহ বিভাগসহ বিভিন্ন জেলার সমস্যা তুলে ধরে তারেক রহমান মাদক সমস্যার সমাধানে কর্মসংস্থানের ওপর জোর দেন। তিনি বলেন, তরুণ ও যুবকদের জন্য ভোকেশনাল ইনস্টিটিউট ও আইটি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে তারা দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পায় এবং ঘরে বসেই আয় করতে পারে।
চিকিৎসা খাতের প্রসঙ্গে তিনি জানান, ময়মনসিংহ বিভাগে জেলা হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে এবং শহীদ জিয়ার সময়ের মতো ঘরে ঘরে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে, বিশেষ করে নারী ও শিশুদের জন্য।
গত ১৬ বছরে দেশের মানুষ গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছে দাবি করে তারেক রহমান বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যই জনগণকে আগামী ১২ ফেব্রুয়ারি ভোট দিতে হবে। জনগণের ইচ্ছার প্রতিফলনের জন্য ভোটাধিকার অপরিহার্য বলেও তিনি মন্তব্য করেন।
জনসভায় ময়মনসিংহ বিভাগের চার জেলার ২৪টি সংসদীয় আসনের বিএনপি প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে তাদের বিজয়ী করার আহ্বান জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন। এতে বিএনপির কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা উপস্থিত ছিলেন।
১২২ বার পড়া হয়েছে