শিবগঞ্জের টিকরী বাজারে বিএনপির ২২ নেতাকর্মীর জামায়াতে যোগদান
মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ ২:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের মোবারকপুর ইউনিয়নের টিকরী বাজারে অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় বিএনপির ২২ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
মঙ্গলবার বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে তাঁরা আনুষ্ঠানিকভাবে জামায়াতের রাজনীতিতে যুক্ত হন।
পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. কেরামত আলী। এ ছাড়া উপজেলা জামায়াতের আমিরসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
সভায় বক্তব্যে ড. কেরামত আলী বলেন, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জনগণকে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
নবাগতদের পক্ষে বক্তব্য দেন সহবুল ইসলাম। তিনি বলেন, কল্যাণমুখী রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামী কার্যকর ও ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম।
অনুষ্ঠানে মোবারকপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপির নেতাকর্মীরা জামায়াতে ইসলামীতে যোগ দেন বলে আয়োজকরা জানান।
১২৭ বার পড়া হয়েছে