রাজনৈতিক দল খারাপ হয় না, খারাপ করে কিছু অরাজনৈতিক অপরাধী!
মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ ৪:৫৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
একটি রাজনৈতিক দল তো আদর্শ, নীতি ও জনকল্যাণের প্রতীক। কিন্তু সেই দল যখন কিছু অরাজনৈতিক, অপরাধী ও স্বার্থান্বেষী গোষ্ঠীর হাতে পরিচালিত হতে থাকে, তখনই শুরু হয় বিপর্যয়।
ভাবুন তো:
· র্যাবের সাবেক এডিজি কর্নেল জিয়াউল আহসান — যিনি "খুনী জিয়াউল" হিসেবে কুখ্যাত। তিনি কি রাজনৈতিক ব্যক্তি ছিলেন? না। তিনি ছিলেন একটি বাহিনীর সদস্য, যার হাতে অসংখ্য গুম-খুনের ঘটনা জড়িত।
· যারা সরাসরি গুম, খুন, নির্যাতনের সাথে জড়িত — তাদের কয়জন আসলে রাজনৈতিক নেতা বা আদর্শের মানুষ? প্রায় কেউই না।
· বর্তমান অন্তর্বর্তী সরকার — কি কোনো রাজনৈতিক নেতার নির্দেশে চলছে? নাকি এর কলকাঠি নাড়ছেন কিছু অদৃশ্য, অরাজনৈতিক ক্ষমতার কারখানা?
উত্তরটা স্পষ্ট: না।
আসল সত্য হলো:
যারা আওয়ামী লীগ সরকারের আমলেও জুলুম-নির্যাতনের নায়ক ছিলেন, আজ তারাই ভিন্ন কাঠামোয় একই পদ্ধতি প্রয়োগ করছেন। শুধু ইউনিফর্ম বা পদবী বদলেছে, মনোভাব ও পদ্ধতি আগের মতোই।
তাদের স্লিপিং সেল, তাদের অদৃশ্য নেটওয়ার্ক রাজনৈতিক দলগুলোকে ব্যবহার করেই নিজেদের অপকর্ম চালিয়ে যাচ্ছে।
মুক্তি কবে?
যেদিন রাজনৈতিক দলগুলো সঠিক, নৈতিক ও আদর্শবান মানুষদের দিকনির্দেশনা মেনে চলবে। যেদিন দলের ভেতর থেকে অরাজনৈতিক অপরাধী, স্বার্থান্বেষী ও ক্রিমিনালদের নির্মূল করা সম্ভব হবে।
রাজনীতি হতে হবে মানুষের সেবার মাধ্যম,
অরাজনৈতিক অপরাধীদের ক্ষমতার হাতিয়ার নয়।
লেখক : গবেষক, রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক
১২৮ বার পড়া হয়েছে