টাঙ্গাইল মেডিকেলে ওয়াশরুমে গোপন ক্যামেরা স্থাপনের অভিযোগ
সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ ৭:৩৪ অপরাহ্ন
শেয়ার করুন:
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসকদের ওয়াশরুমে গোপন ক্যামেরা বসানোর অভিযোগে রায়হান কবির ইমন নামে এক ইন্টার্ন চিকিৎসককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর চিকিৎসক ও কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়।
সোমবার বিকেলে হাসপাতালের শিক্ষার্থীরা অভিযুক্তকে শনাক্ত করেন। পরে ইন্টার্ন চিকিৎসকরা তাকে হাসপাতালের পরিচালক কার্যালয়সহ একটি কক্ষে অবরুদ্ধ করে রাখেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ম্যাজিস্ট্রেট, পুলিশ, ডিবি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। একপর্যায়ে সন্ধ্যার দিকে পুলিশ তাকে হেফাজতে নেয় এবং ডিবি কার্যালয়ে নিয়ে যায়।
হাসপাতাল সূত্র জানায়, গত শুক্রবার রাতে এক নারী চিকিৎসক ওয়াশরুমে কলম সদৃশ্য একটি গোপন ক্যামেরা দেখতে পান। এ সময় অভিযুক্ত ইন্টার্ন সেটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলে রোববার পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আব্দুল কুদ্দুস বলেন, অভিযোগ পাওয়ার পরপরই তদন্ত শুরু করা হয়েছে এবং প্রশাসনের সহায়তায় অভিযুক্তকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে চিকিৎসক ও কর্মীরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আদিবুল ইসলাম জানান, কলেজ কর্তৃপক্ষের অনুরোধে অভিযুক্তকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১২০ বার পড়া হয়েছে