ভেদরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ ২:১৬ অপরাহ্ন
শেয়ার করুন:
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হাফিজুল হক।
সভায় আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক পরিস্থিতি, উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক স্বচ্ছতা, নাগরিক সেবার মানোন্নয়ন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার হাফিজুল হক বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে প্রশাসনের কার্যক্রম জনগণের কাছে তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। তিনি প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, নাগরিক সেবার সীমাবদ্ধতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উন্নয়ন প্রকল্প সংশ্লিষ্ট বিষয়ে তাদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন। উপজেলা নির্বাহী অফিসার বিষয়গুলো মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক শহিদুজ্জামান খান, দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি মেহেদী হাসান, নাগরিক টিভির শাহাদাত হোসেন হিরু, আরটিভির আসাদ গাজী, জাহিদ হাসান টিপুসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
১৪২ বার পড়া হয়েছে