আগামী নির্বাচন মানুষের ভাগ্য বদলাবে : সালাহউদ্দিন আহমদ
সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ন
শেয়ার করুন:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ কক্সবাজারের চকরিয়ায় নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করে ভোটারদের ধানের শীষের প্রতি সমর্থন কামনা করেছেন।
আজ সোমবার সকালে বমুবিলছড়ি ইউনিয়নে অনুষ্ঠিত সভায় তিনি দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য ভোট দেওয়ার আহ্বান জানান।
সালাহউদ্দিন বলেন, 'কিছু দল দেশের ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনা রাখে না। তারা ধর্মের আড়ালে রাজনীতি করছে। জনগণ শীঘ্রই দেশের মালিকানা ফিরে পাবেন।' তিনি আরও বলেন, ক্ষমতায় এলে দরিদ্র পরিবারে ফ্যামিলি কার্ড, চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য কার্ড, এবং কৃষকদের জন্য কৃষি কার্ড প্রদান করা হবে।
সন্ধ্যায় খুটাখালী কিশলয় উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় সালাহউদ্দিন আহমদ বক্তব্য রাখেন। এসময় খুটাখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ছৈয়দ আলমের সভাপতিত্বে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, বিএনপি নেতা মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, অধ্যক্ষ এম এ মনজুর, অধ্যাপক আবু তাহের চৌধুরী ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকতার কামালসহ আরও অনেকে বক্তব্য দেন।
১১৫ বার পড়া হয়েছে