সারাদেশ
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, 'আমেরিকার নীতি অনুসরণ করে দেশে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব নয়; এটি সম্পূর্ণ ধোঁকাবাজি।'
আমেরিকার নীতি অনুসরণে দেশে ইনসাফ অসম্ভব: শেরপুরে চরমোনাই আমীর
মহিউদ্দিন সোহেল, শেরপুর
সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ ১১:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, 'আমেরিকার নীতি অনুসরণ করে দেশে ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব নয়; এটি সম্পূর্ণ ধোঁকাবাজি।'
শেরপুরের শ্রীবরদী নতুন বাসস্ট্যান্ড মাঠে আজ দুপুরে অনুষ্ঠিত পথসভায় তিনি একথা বলেন।
তিনি আরও উল্লেখ করেন, 'আমরা একসাথে থাকার কারণেই একসময় আন্দোলনে অংশগ্রহণ করেছি। কিন্তু বর্তমানে যে নিয়মনীতি চালু করার চেষ্টা করা হচ্ছে, তা আমাদের জন্য গ্রহণযোগ্য নয়।'
রেজাউল করিম বলেন, 'গণ-অভ্যুত্থানের পর দেশে যে পরিবেশ সৃষ্টি হয়েছিল, আমরা তা ইসলামের একটি বাক্স হিসেবে দেখেছিলাম। কিন্তু বর্তমানে সেটি ছিনতাই করা হয়েছে।'
পথসভায় কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত শেরপুর-৩ আসনের প্রার্থী আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিনের পক্ষে সমর্থন প্রকাশ করা হয়।।
১১০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন