মুন্সীগঞ্জে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উদযাপন: মানববন্ধনে সচেতনতার আহ্বান
সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ ১১:০৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উদযাপন করা হয়েছে সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর উদ্যোগে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত এই কমিটি আজ সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে একটি মানববন্ধন আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পরিচ্ছন্ন জ্বালানির গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, ক্লিন এনার্জি সময়োপযোগী, নির্ভরযোগ্য এবং পরিবেশবান্ধব জ্বালানি হিসেবে সমাজের জন্য অপরিহার্য।
ব্যানার, পোস্টার ও প্লাকার্ডে শূন্য গ্রিনহাউস গ্যাস নির্গমন নিশ্চিত করে পরিবেশ এবং মানব স্বাস্থ্যের ওপর প্রভাব কমানোর জন্য ক্লিন এনার্জি ব্যবহারের আহ্বান জানানো হয়।
সনাক মুন্সীগঞ্জের সহ-সভাপতি অ্যাডভোকেট পাপিয়া আক্তারের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সনাক সদস্য শাহনাজ বেগম হীরা, ফরিদা ইয়াসমিন এবং মুন্সীগঞ্জ কাজী কমরউদ্দিন গভ. ইন্সটিটিউটের অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপের সমন্বয়ক অ্যাডভোকেট কামরুল হাসান রাজু শূন্য নির্গমনসহ ক্লিন এনার্জির ব্যবহার বৃদ্ধির দাবি জানান।
নবায়নযোগ্য জ্বালানি ন্যায়সঙ্গত, পরিবেশবান্ধব এবং টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি হিসেবে উল্লেখ করে টিআইবি-সনাকের ইয়েস দলের নেতা মুন্না ঢালী, সহ-দলনেতা নাফিসা ইকবাল তানিসা এবং অন্যান্য সদস্যরা দাবিসমূহ তুলে ধরেন।
মানববন্ধনে সনাকের বিভিন্ন এসিজি’র সমন্বয়ক, সদস্য, ইয়েস গ্রুপের সদস্য, শিক্ষার্থী, সাংবাদিক, সমাজকর্মী, সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিসহ অর্ধশতাধিক মানুষ অংশ নেন।
১২২ বার পড়া হয়েছে