সারাদেশ
ধামরাই থেকে সোমবার (২৬ জানুয়ারি) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবস্থিত একটি পরিত্যক্ত ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
ধামরাইয়ে পরিত্যক্ত ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
রাসেল হোসেন, ধামরাই
সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ ১১:০০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ধামরাই থেকে সোমবার (২৬ জানুয়ারি) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবস্থিত একটি পরিত্যক্ত ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
প্রাথমিক ধারণা, কয়েক দিন আগে হত্যা করে মরদেহটি কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়েছিল।
ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের জয়পুরা এলাকার স্থানীয় বাসিন্দা রমজান আলী ভাসমান মরদেহটি দেখে আশপাশের লোকজনকে খবর দেন। পরে এলাকাবাসী ধামরাই থানা পুলিশকে জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ধামরাই থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা জানান, মরদেহে কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে নিহতের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে।
১৪২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন