গণভোটে অংশগ্রহণ বাড়াতে জামালপুরে জেলা পর্যায়ের ইমাম সম্মেলন
সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬ ৯:০৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জামালপুরে আসন্ন গণভোটে জনসচেতনতা বৃদ্ধি ও ভোটদানে উদ্বুদ্ধ করার লক্ষ্যে জেলা পর্যায়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে ইসলামিক ফাউন্ডেশন জামালপুরের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ ইউসুপ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবেদ সাদেক। এছাড়া বক্তব্য দেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন এবং ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ আলী জিন্নাহসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা।
বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, গণতন্ত্রকে সুদৃঢ় করতে এবং ঐক্য, সাম্য ও মানবিক বাংলাদেশ গঠনে প্রত্যেক নাগরিকের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। একই সঙ্গে আগামীর সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সম্মেলনের শেষ পর্যায়ে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
১১৮ বার পড়া হয়েছে