মধ্যরাতে নারায়ণগঞ্জে বিশাল সমাবেশে অংশ নেবেন তারেক রহমান
রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬ ১১:১৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান আজ মধ্যরাতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিশাল নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কাঁচপুর এলাকায় একটি খোলা মাঠে অস্থায়ী মঞ্চ নির্মাণ করা হয়েছে। বিএনপির জেলা আহ্বায়ক মামুন মাহমুদ জানিয়েছেন, লক্ষাধিক নেতা-কর্মীর অংশগ্রহণ নিশ্চিত করতে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যেই মঞ্চ, মাইকিং ও অন্যান্য সার্বিক ব্যবস্থাপনা শেষ হয়েছে। দুপুরে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা মাঠ পরিদর্শন করে প্রস্তুতি পর্যালোচনা করেন।
এর আগে সকালেই চট্টগ্রামের একটি হোটেলে ‘ইয়ুথ পলিসি ডায়ালগ’-এ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থীর সঙ্গে অংশ নেবেন তিনি। এরপর চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে। সমাবেশের পর ফেনি ও কুমিল্লার তিনটি স্থানে পথসভা অনুষ্ঠিত হবে।
রাতের সমাবেশে কাঁচপুর বালুর মাঠে যোগ দিয়ে তিনি নির্বাচনী প্রচারণার দিনটি শেষ করবেন।
১২৫ বার পড়া হয়েছে