কুয়াকাটা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে ১০ দলীয় জোট প্রার্থীর মতবিনিময়
শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ ৫:০৪ অপরাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের ১০ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী ডা. জহির উদ্দিন আহমেদ কুয়াকাটা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে কুয়াকাটা প্রেসক্লাবে আয়োজিত এ সভায় তিনি বলেন, নির্বাচিত হলে কুয়াকাটাকে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানের পর্যটন নগরীতে রূপান্তর করা হবে। পাশাপাশি স্বাস্থ্যসেবা ও নাগরিক সেবার মান উন্নয়ন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।
ডা. জহির উদ্দিন আহমেদ আরও বলেন, সমাজ থেকে চাঁদাবাজি ও মাদক নির্মূলে তিনি কঠোর ভূমিকা পালন করবেন। ইসলামের স্বার্থে ‘দেয়াল ঘড়ি’ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
নিজের সততাকে রাজনীতির মূল শক্তি হিসেবে উল্লেখ করে ১০ দলীয় জোটের এ প্রার্থী বলেন, জনগণের আস্থা ও সমর্থন নিয়েই তিনি সামনে এগোতে চান। তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে সফলভাবে দায়িত্ব পালন করেছেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি দৃঢ়ভাবে বলেন, তার সঙ্গে কখনো আওয়ামী লীগের কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না। নির্বাচিত হলে দরিদ্র ও অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন বলেও আশ্বাস দেন তিনি।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস কলাপাড়া উপজেলা সভাপতি মাওলানা মো. সাইফুর রহমান, রাঙ্গাবালী উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. কবির হোসাইন, জামায়াতে ইসলামী কুয়াকাটা পৌর শাখার সভাপতি মাওলানা মো. শহিদুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মাওলানা আল আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভা শেষে কুয়াকাটা প্রেসক্লাব চত্বরে ১০ দলীয় জোটের উদ্যোগে একটি পথসভা অনুষ্ঠিত হয়, যেখানে দলের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
১৭৭ বার পড়া হয়েছে