ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত কলাপাড়া, দুর্ভোগে শ্রমজীবী মানুষ
শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ ৭:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে জনজীবনে চরম ভোগান্তি নেমে এসেছে।
শনিবার ভোর থেকে সকাল পর্যন্ত পুরো এলাকা কুয়াশায় আচ্ছন্ন ছিল। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঝরতে থাকা কুয়াশায় দৃশ্যমানতা কমে গিয়ে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
খেপুপাড়া আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টায় কলাপাড়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় কুয়াশার কারণে দৃষ্টিসীমা নেমে আসে ৫০ মিটারেরও নিচে।
তীব্র শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। কাজের সন্ধানে বের হলেও প্রচণ্ড ঠান্ডা ও কুয়াশার কারণে তাদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশাপাশি ঘন কুয়াশায় বেকায়দায় পড়েছেন বিভিন্ন যানবাহনের চালকরা। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলাচল করতে হচ্ছে।
বাসচালক ইব্রাহিম জানান, কুয়াশা এতটাই ঘন যে অনেক সময় সামনে কিছুই দেখা যায় না। হঠাৎ হঠাৎ কুয়াশা এসে পড়ে, এতে দুর্ঘটনার ঝুঁকি থাকে। তাই খুব সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে হচ্ছে।
জেলা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন শীতের তীব্রতা আরও বাড়তে পারে। ফলে সাধারণ মানুষকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
১২৪ বার পড়া হয়েছে