সর্বশেষ

জাতীয়রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে চিহ্নিত করার প্রচেষ্টা মিয়ানমারের, বাংলাদেশের নিন্দা
নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় ময়লা পানি ও ডিম নিক্ষেপ
সারাদেশবিদেশি প্রভাবমুক্ত, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান: সালাহউদ্দিন আহমদ
'হ্যাঁ' ভোট দিলে দেশে অবৈধ ও অন্যায় প্রথা আর ফিরবে না : প্রেস সচিব
আন্তর্জাতিকমিয়ানমারে বিয়ের ও দোয়া মাহফিলে জান্তার বিমান হামলা, নিহত ২৭
খেলাবিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ অনিশ্চিত, অনড় অবস্থানে আইসিসি
সারাদেশ

ভোটের গুরুত্ব জনগণের জানা আছে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

সাজিদুর রহমান রাসেল, মানিকগঞ্জ
সাজিদুর রহমান রাসেল, মানিকগঞ্জ

শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬ ৩:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম বলেছেন, কেন ‘হ্যাঁ’ ভোট দিতে হবে এবং এর গুরুত্ব কী—এসব বিষয় সম্পর্কে জনগণ অবগত। কোথায় কী হচ্ছে, কেন হচ্ছে—এগুলো এখন আর মানুষের অজানা নয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জের গড়পাড়া ইমামবাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, এখন মানুষ টেলিভিশনের ওপর নির্ভরশীল নয়; মোবাইল ফোনের মাধ্যমেই তারা সবকিছু জানতে পারছে। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেওয়া প্রচারণামূলক পোস্টে প্রায় ১২ কোটি ভিউ হয়েছে, যা মানুষের আগ্রহের প্রমাণ।

ব্যাংক খাতে অনিয়মের প্রসঙ্গ তুলে তিনি বলেন, কয়েকটি ব্যাংকের পরিচালকরা আমানতকারীদের টাকা আত্মসাৎ করেছেন। সেই লুট করা অর্থ সরকারকে এখন উদ্ধার করতে হচ্ছে। বড় বড় চোরেরা টাকা পাচার করে বিদেশে নিয়ে গেছে। এমনকি ইংল্যান্ডের হাইড পার্কের পাশের মতো অভিজাত এলাকায় বাড়ি কিনে ভুয়া পরিচয়ে বসবাস করছে, যেখানে তাদের পরিবারের সদস্যরাও রয়েছেন। এ ধরনের অপশাসন রোধ করতে হলে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।

তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশে প্রকৃত অর্থে প্রত্যন্ত এলাকা খুব কমই আছে। ইন্টারনেট সংযোগ ও গতির কারণে এখন সব জায়গায়ই তথ্য পৌঁছে যাচ্ছে। অনেক এলাকায় গিয়ে তিনি দেখেছেন, মানুষ শহীদ উসমান হাদীর ভিডিও দেখছে। ইন্টারনেট সুবিধার ফলে বার্তা পৌঁছাতে আর কোনো বাধা নেই।

মোহাম্মদ শফিকুল আলম বলেন, আমরা আশা করছি, দেশের যেখানেই মানুষ থাকুক না কেন, তারা জানতে পারবে কেন ‘হ্যাঁ’ ভোট দেওয়া জরুরি। ‘হ্যাঁ’ ভোট দিতে হবে যাতে দেশে আবার স্বৈরাচার ও অপশাসন ফিরে না আসে এবং কেউ ক্ষমতায় এসে ব্যাংক লুট করে টাকা বিদেশে পাচার করতে না পারে।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব অনুধাবন করেছেন বলেই গত নয় মাস ধরে ন্যাশনাল কনসেন্সাস কমিশনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। এসব আলোচনার ফল হিসেবেই জুলাই সনদ এসেছে। এ কারণেই ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানানো হয়েছে। প্রায় সব রাজনৈতিক দলই এ বিষয়ে ইতিবাচক অবস্থান নিয়েছে। সম্প্রতি বিএনপির একজন শীর্ষ নেতা প্রকাশ্যে বলেছেন, দলটি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রয়েছে।

এ সময় গড়পাড়া ইমামবাড়ির গাদিনিশ শাহ আরিফুর রহমান বাবু, শাহ রহমান বাঁধন, শাহ তাজিনুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন