চাঁপাইনবাবগঞ্জে উৎসবমুখর পরিবেশে সরস্বতী পূজা উদযাপিত
শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ ৯:৫১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যাদেবী সরস্বতী পূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।
শুক্রবার সকাল থেকে জেলার বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে ঢাক-ঢোল, কাঁসর, শঙ্খধ্বনি ও উলুধ্বনির মাধ্যমে পূজা-অর্চনা শুরু হয়। শিক্ষার্থী ও ভক্তরা পুষ্পাঞ্জলির মাধ্যমে বিদ্যাদেবীর আশীর্বাদ কামনা করেন।
প্রতিবছরের মতো এবারও চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ, নবাবগঞ্জ সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। শিক্ষার্থীরা উৎসবের আনন্দময় পরিবেশ উপভোগ করেন।
পূজা বাণী অর্চনার পর দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন কলেজ প্রিন্সিপাল অধ্যাপক ড. বিপ্লব কুমার মজুমদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও শিক্ষকরা।
আলোচনা সভায় বক্তারা বিদ্যা, জ্ঞান ও সংস্কৃতি চর্চার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন এবং সকল ধর্ম ও সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনের প্রয়োজনীয়তা জানিয়ে দেন।
১০৯ বার পড়া হয়েছে