চাঁপাইনবাবগঞ্জ সদরে নূরুল ইসলাম বুলবুলের জনসভায় জনস্রোত
শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬ ৭:৩৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনে জামায়াত মনোনীত ও ১০ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী নূরুল ইসলাম বুলবুলের নির্বাচনী জনসভা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নে আয়োজিত এ জনসভায় নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বিভিন্ন বয়সের নারী-পুরুষ, তরুণ-যুবক ও প্রবীণরা ব্যানার-ফেস্টুন ও স্লোগানে মুখর পরিবেশে প্রার্থীর প্রতি সমর্থন জানান। সমর্থকদের উপস্থিতিতে এলাকায় উৎসবমুখর আবহ তৈরি হয়।
প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, জনগণের ভালোবাসা ও ভোটের মাধ্যমে তিনি সংসদে যেতে চান। নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দেন। পাশাপাশি পরিবর্তনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এসময় ১০ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ এবং জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। বক্তারা দাবি করেন, এ আসনে নূরুল ইসলাম বুলবুলের জনপ্রিয়তা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে এবং জনসভায় মানুষের ব্যাপক উপস্থিতিই তার প্রমাণ।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, জনসভাটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।
২২৫ বার পড়া হয়েছে