চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা শুরু, ব্যানার-ফেস্টুন ভাঙচুরের অভিযোগ
বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ ২:০৮ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণা উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই প্রার্থীরা নিজ নিজ এলাকায় গণসংযোগে নামেন।
প্রচারণার প্রথম দিনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী আমিনুল ইসলাম নফল নামাজ আদায় ও কোরআনে হাফেজ শিশুদের মাঝে মিষ্টি বিতরণের মাধ্যমে কার্যক্রম শুরু করেন। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থী নূরুল ইসলাম বুলবুল সদর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে দিন শুরু করেন।
তবে প্রচারণার শুরুতেই চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে রাজনৈতিক উত্তাপ দেখা দিয়েছে। জামায়াত প্রার্থী নূরুল ইসলাম বুলবুল অভিযোগ করেছেন, সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় তার নির্বাচনী ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে এবং কিছু জায়গায় পুড়িয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, 'এটি সুষ্ঠু নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে।'
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো অভিযোগ পাওয়া যায়নি। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের মুখপাত্র ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হোসেন তরফদার বলেন, 'ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা বা পোড়ানোর বিষয়টি নিয়ে এখনো আমাদের কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি।'
চাঁপাইনবাবগঞ্জ জেলাজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার হাত থেকে সতর্ক থাকতে তৎপরতা বৃদ্ধি করেছে।
১১৭ বার পড়া হয়েছে