চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত ব্যাগ থেকে পাঁচটি ককটেল উদ্ধার
বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ ১:৪৮ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নিমগাছি একটি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরের দিকে এসব ককটেল উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে স্থানীয় এক ব্যক্তি ছাগল চরানোর সময় একটি পরিত্যক্ত বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখেন। কৌতূহলবশত ব্যাগটি খুলে ভেতরে ককটেল সদৃশ বস্তু দেখতে পান তিনি। বিষয়টি সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার একটি পুলিশ দল দুপুর সোয়া ২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ব্যাগের ভেতর থাকা পাঁচটি ককটেল উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল দেবনাথ জানান, একজন ব্যক্তি ছাগল চরাতে গিয়ে ককটেলগুলো দেখতে পেয়ে জরুরি সেবায় ফোন করেন। সংবাদ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে।
তিনি আরও জানান, ককটেলগুলো কে বা কারা কী উদ্দেশ্যে সেখানে রেখে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।
১২২ বার পড়া হয়েছে