মাগুরায় জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা: প্রথম দিনেই বিশাল মিছিল
বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ ১২:৪৩ অপরাহ্ন
শেয়ার করুন:
মাগুরা শহরে নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই বিশাল মিছিলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচার কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সংসদীয় আসন মাগুরা-১ ও মাগুরা-২ এর জামায়াত মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন ও সহকারী অধ্যাপক মাওলানা এম বি বাকেরের যৌথ নেতৃত্বে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে এই প্রচারণা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় শহরের ভায়লার মোড় এলাকা থেকে মিছিলটি শুরু হয়। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোটের নেতা-কর্মীরা মিছিলে অংশ নেন। মিছিলটি শহরের চৌরঙ্গীর মোড় ও ঢাকার রোড প্রদক্ষিণ করে ভায়নার মোড়ে এসে শেষ হয়।
পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সহকারী অধ্যাপক মাওলানা এম বি বাকের এবং জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও মাগুরা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন।
এছাড়াও বক্তব্য দেন জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি ডক্টর মাওলানা ফয়জুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সহকারী অধ্যাপক মাওলানা সাঈদ আহমেদ বাচ্চুসহ ১০ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জনসমর্থন কামনা করেন এবং জনগণকে ঐক্যবদ্ধভাবে ভোট দেওয়ার আহ্বান জানান।
১৪১ বার পড়া হয়েছে