সীমান্ত অতিক্রম করে ভারতে গরু আনতে গিয়ে আটক ৩ বাংলাদেশি
বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ ১২:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে গরু আনার চেষ্টাকালে তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় পুলিশ।
বুধবার (২১ জানুয়ারি) গভীর রাতে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর থানার পুলিশ তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগাডাঙ্গা গ্রামের মো. জসিম (৩০) ও জসিমউদ্দিন (৩৭), এবং সুন্দরপুর গ্রামের রাকিবুল ইসলাম (৪২)।
স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহুরপুরটেক সীমান্ত দিয়ে প্রায় অর্ধশতাধিক ব্যক্তির একটি দল অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতের ভেতরে প্রবেশ করে। তারা মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার আওতাধীন মহালদারপাড়া-রামপুর এলাকায় পৌঁছালে ভারতীয় পুলিশের নজরে পড়ে। পুলিশের ধাওয়া দিলে অধিকাংশ ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হলেও তিনজন ধরা পড়ে যান।
পরদিন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে আটক তিনজনকে জঙ্গিপুর মহকুমা আদালতে হাজির করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটকরা গরু চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। বর্তমানে তারা ভারতীয় পুলিশের হেফাজতে রয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত আটক ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে বিজিবির সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি।
১২৩ বার পড়া হয়েছে