শরীয়তপুর পুলিশ সুপারের বিরুদ্ধে নির্বাচনী পক্ষপাতের অভিযোগ
মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ ১:০৭ অপরাহ্ন
শেয়ার করুন:
জেলা পুলিশ সুপার রওনক জাহানের বিরুদ্ধে নির্বাচনী পক্ষপাতিত্বের অভিযোগ তুলে তাকে নির্বাচনী সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য নির্বাচন কমিশনে আবেদন করা হয়েছে।
সম্প্রতি, ১১ জানুয়ারি ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার বকাউল কান্দি এলাকার বাসিন্দা মোয়াজ্জেম হোসেন মিলন এই আবেদন জমা দেন। অভিযোগে বলা হয়েছে, পুলিশ সুপারের আপন চাচা নেত্রকোনা-৫ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন। সেই কারণে পুলিশ সুপার রাজনৈতিক পক্ষপাতিত্ব করতে পারেন বলে আশঙ্কা দেখা দিয়েছে।
আবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, স্থানীয় পুলিশ প্রশাসন জামায়াতপন্থী সমর্থকদের গ্রেফতার করলেও আওয়ামী লীগের বিতর্কিত সমর্থকদের নিয়ে একইভাবে কাজ করছে না। মোয়াজ্জেম হোসেন মিলন অভিযোগে বলেন, 'শরীয়তপুর জেলা পুলিশ একটি বিশেষ দলের হয়ে কাজ করছে বলে মনে হচ্ছে। যারা জামায়াতের হয়ে কাজ করছে, তাদের গ্রেফতার করা হচ্ছে, কিন্তু বিতর্কিত আওয়ামী সমর্থকরা ছাড় পাচ্ছে।'
আবেদনকারীর দাবির নথি নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ, বেগম তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে।
অভিযোগ প্রসঙ্গে জেলা পুলিশ সুপার রওনক জাহান বলেন, 'এই অভিযোগের বিষয়ে আমার জানা নেই।' জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, 'আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় খতিয়ে দেখা হবে।'
১২৬ বার পড়া হয়েছে