গোপালগঞ্জে গণভোটকে কেন্দ্র করে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত
মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ ৯:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জে ২০২৬ সালের গণভোটকে সামনে রেখে জনসচেতনতা ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন যৌথভাবে মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এই সম্মেলনের আয়োজন করে।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আরিফ-উজ-জামান সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মো. অলিউল ইসলাম ও ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক আবু ওবায়দাহ মোহাম্মাদ মাসউদুল হক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জেলার পাঁচ শতাধিক মসজিদের ইমাম অংশগ্রহণ করেন।
পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ বলেন, “২০২৬ সালে গণভোট অনুষ্ঠিত হবে। আমাদের লক্ষ্য জনগণকে বুঝানো যে আমরা দুইটি উদ্যোগের মধ্য দিয়ে ভোট দিতে যাচ্ছি – তত্ত্বাবধায়ক সরকার চাই কি না, এবং প্রধানমন্ত্রী ১০ বছরের বেশি থাকতে পারবে কি না। ভোটের মাধ্যমে জনগণ এই সিদ্ধান্ত জানাবে।”
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আরিফ-উজ-জামান ইমামদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে দেশের সংবিধানে সম্ভাব্য পরিবর্তন এবং গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়গুলো সাধারণ মুসল্লীদের মসজিদে ব্যাখ্যা করতে হবে। এটি একটি সুযোগ আমাদের রাষ্ট্রকে আরও গণতান্ত্রিকভাবে উন্নত করার।”
১০৭ বার পড়া হয়েছে