গণভোটে ‘হ্যাঁ’ ভোটই নিরাপদ ভবিষ্যতের পথ : নুরজাহান বেগম
সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬ ১:৩৯ অপরাহ্ন
শেয়ার করুন:
অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, গণভোটে কোনো ব্যক্তি প্রার্থী নয়-এখানে প্রার্থী আমরা নিজেরাই।
তিনি বলেন, সাধারণ নির্বাচনে যেমন ভোটের প্রার্থী হলে আত্মীয়-স্বজন ও ভোটারদের কাছে যেতে হয়, এবার সেই দায়বদ্ধতা রাষ্ট্রের প্রতি।
সোমবার বিকেলে সিরাজগঞ্জ কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে গনভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরজাহান বেগম বলেন, আমরা যদি আমাদের সন্তানদের জন্য একটি নিরাপদ ও সুন্দর বাংলাদেশ রেখে যেতে চাই, তাহলে গণভোটে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। এটি কেবল একটি ভোট নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার সঙ্গে জড়িত একটি সিদ্ধান্ত।
তিনি আরও বলেন, অসংখ্য মানুষের আত্মত্যাগের বিনিময়ে এই সুযোগ এসেছে। অনেকেই জীবন দিয়েছেন, কেউ কেউ হাত বা চোখ হারিয়েছেন, আবার অনেক বাবা-মা সন্তান হারিয়েছেন। এই ত্যাগের মূল্য যদি আমরা সঠিকভাবে না দিই এবং গণভোটে সঠিক জায়গায় সিল না দিই, তাহলে সবকিছু আবার আগের দমন-পীড়নের শাসনে ফিরে যেতে পারে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসলাম এবং পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
১১৭ বার পড়া হয়েছে