ডিজিটাল লটারি বাতিল ও শাখা বাড়ানোর দাবিতে আখাউড়ায় ব্যতিক্রমী প্রতিবাদ
সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬ ১:৩৩ অপরাহ্ন
শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্কুলে ভর্তি কার্যক্রমে ডিজিটাল লটারির পদ্ধতি বাতিল এবং অতিরিক্ত শাখা খোলার দাবিতে ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন এক শিক্ষার্থী ও তার অভিভাবক।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত আখাউড়া উপজেলার নাসরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ভর্তিচ্ছু শিক্ষার্থী পূর্ণতা ও তার মা লাকি বেগম অংশ নেন। এ সময় কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
প্রতিবাদকারী অভিভাবক লাকি বেগম বলেন, ডিজিটাল লটারির কারণে বহু মেধাবী শিক্ষার্থী পছন্দের স্কুলে ভর্তি হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তিনি অভিযোগ করেন, লটারি পদ্ধতিতে ভাগ্যের ওপর নির্ভর করে ভর্তি নিশ্চিত করা হয়, যা শিক্ষার্থীদের মেধার যথাযথ মূল্যায়ন নয়। তাই এই পদ্ধতি বাতিল করে বিদ্যালয়ে অতিরিক্ত শাখা চালুর মাধ্যমে আরও শিক্ষার্থীকে ভর্তি নেওয়ার দাবি জানান তিনি।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেব্রত বণিক জানান, চলতি শিক্ষাবর্ষে সরকারের নির্ধারিত নীতিমালা অনুসরণ করে ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। ষষ্ঠ শ্রেণিতে তিনটি শাখায় প্রতি শাখায় ৫৫ জন করে মোট ১৬৫ জন ছাত্রী ভর্তি করা হয়েছে। নির্ধারিত আসনের বাইরে নতুন করে ভর্তি নেওয়ার কোনো সুযোগ নেই বলে জানান তিনি।
বিদ্যালয়ের প্রশাসনিক সভাপতি ও আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবিয়া বলেন, সংশ্লিষ্ট অভিভাবক তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তাকে জানানো হয়েছে যে, এটি একটি সরকারি সিদ্ধান্ত এবং নির্ধারিত নীতিমালার বাইরে গিয়ে ভর্তির কোনো সুযোগ নেই।
১১৬ বার পড়া হয়েছে