কোটালীপাড়ার ৫ নারী শ্রমিক নিহতে গ্রামে শোকের ছায়া
সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬ ১১:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাইকের বাড়ি গ্রামে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় পাঁচ নারী শ্রমিকের প্রাণহানি ঘটেছে।
নিহতদের মধ্যে আভা বাড়ৈ (৫৪) একজন। তার স্বামী প্রকাশ বাড়ৈ স্থানীয় টিটি উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরীর কাজ করতেন, তবে চার বছর আগে অসুস্থতার কারণে কাজ ছেড়ে দিতে হয়েছিল। দুই ছেলে ও এক মেয়ে ভারতে চলে যাওয়ায় সংসার চালানোর দায়ভার একমাত্র আভা বাড়ৈর উপর পড়েছিল। তাই তাকে শ্রমিকের কাজ বেছে নিতে হয়।
ঘটনাটি ঘটে ১৮ জানুয়ারি রবিবার ভোরে, যখন আভা বাড়ৈ মাদারীপুরে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। আভার মতোই আরও চারজন নারী শ্রমিকও একই পথে যাতায়াত করছিলেন এবং দুর্ঘটনায় প্রাণ হারান।
মাদারীপুরের ঘটকচরে বাসের সঙ্গে শ্রমিকবহনকারী একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মোট সাতজন নিহত হন।
নিহতদের মধ্যে পাঁচজন নারী শ্রমিকের বাড়ি পাইকের বাড়ি গ্রামে। ঘটনায় নিহত পাঁচ নারী শ্রমিক হলেন পলাশ বাড়ৈর স্ত্রী দুলালী বাড়ৈ (৪২), জয়ন্ত বাড়ৈর স্ত্রী অমিতা বাড়ৈ (৫৩), প্রকাশ বাড়ৈর স্ত্রী আভা বাড়ৈ (৬৫), রঞ্জিত বাড়ৈর স্ত্রী শেফালী বাড়ৈ (৪৫) এবং পংকজ বিশ্বাসের স্ত্রী কামনা বাড়ৈ (৫০)।
স্থানীয়রা জানান, নিহতরা সকালে মাদারীপুরে দিনমজুরের কাজে যান। কাজ শেষে ইজিবাইকে ফিরার সময় ঘটকচরে দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে আসে এবং গ্রামবাসী তাদের বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান।
সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর চাঁদ মৃধা খোকন ঘটনাটিকে অত্যন্ত হৃদয়বিদারক আখ্যায়িত করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ রাতেই গ্রামে পৌঁছে এবং স্থানীয় শ্মশানে তাদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এ ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে এবং ক্ষতিপূরণের দাবি তুলেছেন স্থানীয়রা।
১০৪ বার পড়া হয়েছে