আপিলে প্রার্থিতা ফিরে পেলেন কুড়িগ্রাম-৩ আসনের জামায়াত প্রার্থী সালেহী
রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ ৪:১১ অপরাহ্ন
শেয়ার করুন:
নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে কুড়িগ্রাম-৩ (উলিপুর) সংসদীয় আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অন্যান্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন।
আপিল শুনানি শেষে প্রতিক্রিয়ায় মাহবুবুল আলম সালেহী বলেন, মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেছিলাম। কমিশন ন্যায়বিচার নিশ্চিত করে আমার প্রার্থিতা ফিরিয়ে দিয়েছেন। এ জন্য নির্বাচন কমিশনসহ আমার নির্বাচনি এলাকার ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
এর আগে গত ৪ জানুয়ারি দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
এদিকে কুড়িগ্রাম-৩ আসনে এবার মোট ছয়জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— বিএনপির তাসভীর উল ইসলাম, জামায়াতের মাহবুবুল আলম সালেহী, ইসলামী আন্দোলন বাংলাদেশের (চরমোনাই) আক্কাস আলী সরকার, জাতীয় পার্টির আব্দুস সোবহান, গণঅধিকার পরিষদের সরকার মো. নুরে এরশাদ সিদ্দিকী এবং বাংলাদেশ খেলাফতে মজলিসের মামুন অর রশিদ।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৮ হাজার ৪৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৩ হাজার ৩২ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৫ হাজার ৪০২ জন।
৩০৩ বার পড়া হয়েছে