দৌলতপুরে বিএনপি সভাপতির বাড়িতে চুরি, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট
রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ ৪:০৫ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম রাহাত কামরুল মোল্লার বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা নগদ টাকা, স্বর্ণ-রুপার অলঙ্কার ও গুরুত্বপূর্ণ দলিলপত্র লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
রোববার (১৮ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার আড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এজাহার সূত্রে জানা যায়, সকালে কামরুল মোল্লার স্ত্রী নাসরিন আক্তার বাড়িতে তালা দিয়ে কর্মস্থল বড়গাংদিয়া প্রোয়েল প্রি-ক্যাডেট স্কুলে যান। একই সময় কামরুল মোল্লা দৌলতপুর থানা বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লার বাসভবনে আয়োজিত একটি নির্বাচনী মতবিনিময় সভায় অংশ নিতে যান।
দুপুর আনুমানিক ২টা ৫০ মিনিটে কামরুল মোল্লা বাড়িতে ফিরে মেইন গেটের তালা খোলা দেখতে পান। তবে ভেতরের দরজা আটকানো থাকায় তার সন্দেহ হয়। পরে প্রতিবেশী উজ্জল হোসেনের সহায়তায় বাউন্ডারি ওয়াল টপকে ভেতরে প্রবেশ করেন তারা।
ভেতরে ঢুকে দেখা যায়, বারান্দার গ্রিলের তালা ভাঙা এবং ঘরের আসবাবপত্র ও আলমারি তছনছ করা। ভুক্তভোগীর দাবি, আলমারিতে রাখা নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা, প্রায় ৭ ভরি স্বর্ণালঙ্কার, ৮ ভরি রুপার নুপুরসহ মোট আনুমানিক ১৮ লাখ ৭৪ হাজার টাকার মালামাল চুরি হয়েছে। পাশাপাশি জমির মূল দলিলসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্রও খোয়া গেছে।
কামরুল মোল্লা জানান, রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকার সুযোগে পরিকল্পিতভাবে চোরচক্র বাড়ির পেছনের দেয়াল টপকে ভেতরে ঢুকে চুরির ঘটনা ঘটায়।
এ বিষয়ে দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।
৩২৫ বার পড়া হয়েছে