ফাহাদের ৫ উইকেটে কুপোকাত ভারত, যুব বিশ্বকাপে বাংলাদেশের দাপুটে শুরু
শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬ ১২:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন:
জিম্বাবুয়ের বুলাওয়েতে যুব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই বল হাতে দারুণ বার্তা দিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
পেসার আল ফাহাদের বিধ্বংসী বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। তার অসাধারণ পাঁচ উইকেট শিকারে ভারত গুটিয়ে গেছে ২৩৮ রানে।
শনিবার কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে বৃষ্টির কারণে টস কিছুটা বিলম্বিত হয়। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরু থেকেই ভারতীয় ব্যাটারদের ওপর চেপে ধরে টাইগার বোলাররা। ইনিংসের তৃতীয় ওভারে পরপর দুই বলে ভারত অধিনায়ক আয়ুশ মাত্রে (৬) ও ভেদান্ত ত্রিবেদীকে (০) ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেন আল ফাহাদ।
এরপর আজিজুল হাকিম তামিম ভিহান মালহোত্রাকে (৭) আউট করলে ৫৩ রানেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। চতুর্থ উইকেটে বৈভব সূর্যবংশী ও অভিজ্ঞান কুন্ডু ৬২ রানের জুটি গড়ে ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে ইকবাল হোসেন ইমনের বলে আল ফাহাদের হাতে ধরা পড়ে ৭২ রান করা সূর্যবংশী।
এরপর বৃষ্টির কারণে খেলা কিছুক্ষণ বন্ধ থাকায় এক ওভার কমানো হয়। খেলা পুনরায় শুরু হলে আবারও আঘাত হানে বাংলাদেশ। একপ্রান্তে লড়াই চালিয়ে যাওয়া অভিজ্ঞান কুন্ডু কয়েকবার জীবন পেলেও শেষ পর্যন্ত ৮০ রান করে আল ফাহাদের বলেই বিদায় নেন। শেষ দিকে দীপেশ দেভেন্দ্রানকে আউট করে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন এই তরুণ পেসার।
আল ফাহাদের তোপে নির্ধারিত ওভারের আগেই ২৩৮ রানে থামে ভারতের ইনিংস। ম্যাচ জিততে বাংলাদেশের লক্ষ্য এখন ২৩৯ রান।
১১৪ বার পড়া হয়েছে