জাতীয়
কুমিল্লা-৪ আসনের জন্য বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।
ঋণখেলাপির কারণে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল, হাসনাতের বৈধ
স্টাফ রিপোর্টার
শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬ ১১:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুমিল্লা-৪ আসনের জন্য বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।
শনিবার (১৭ জানুয়ারি) ইসির আপিল শুনানিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
এছাড়া, এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহর মনোনয়নপত্র বাতিল চেয়ে নির্বাচন কমিশনে করা আবেদন নামঞ্জুর করা হয়েছে। ফলে হাসনাতের মনোনয়ন বৈধ রয়েছে।
এ বিষয়ে জানা গেছে, গত ৯ জানুয়ারি মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন কমিশনে হাসনাতের মনোনয়ন বাতিল চেয়ে আবেদন করেছিলেন। এর আগে হাসনাত আবদুল্লাহ মঞ্জুরুল আহসানের মনোনয়ন বাতিল চেয়ে আবেদন করেছিলেন।
নির্বাচন কমিশন মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করেছে ঋণ খেলাপির অভিযোগের কারণে। এর আগে এই বিষয়টি নিয়ে ইসিতে আপিল করেছিলেন হাসনাত আবদুল্লাহ।
১১৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন