সর্বশেষ

জাতীয়ঋণখেলাপির কারণে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল, হাসনাতের বৈধ
গণতান্ত্রিক সরকার ছাড়া বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়: তারেক রহমান
এলডিসি উত্তরণ পর্যালোচনায় জাতিসংঘের ঢাকা সফর স্থগিত
নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম এনপিএর আত্মপ্রকাশ, ১০১ সদস্যের কেন্দ্রীয় কাউন্সিল ঘোষণা
অমর একুশে বইমেলায় স্টল আবেদনের সময়সূচি ঘোষণা
সারাদেশউত্তরা অগ্নিকাণ্ডে নিহত কাজী পরিবারের ৩ জনের মরদেহ কুমিল্লায় দাফন
গোপালগঞ্জে চাকরি নিরাপত্তা ও স্বাস্থ্য খাতে পরিবর্তনের প্রতিশ্রুতি বিএনপি প্রার্থীর
নড়াইলে গণভোটে অংশগ্রহণ ও উদ্দীপনা বৃদ্ধিতে উঠান বৈঠক
ভোলাহাটে ড. মিজানুর রহমানের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
মাদারীপুরে পরকীয়ার সন্দেহে স্বামীর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী আটক
শরীয়তপুরে স্বেচ্ছায় রক্তদান সংগঠন 'বাঁধন'এর ৮ম বর্ষপূতি উদযাপন
সুনামগঞ্জ-সিলেট সড়কে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১, আহত ৫
আন্তর্জাতিকগ্রিনল্যান্ড ইস্যুতে বিরোধীদের ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
খেলাঅনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে টসে হাত মেলাননি বাংলাদেশ ও ভারত অধিনায়ক
সারাদেশ

সংসদ নির্বাচন-গণভোট ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এসপি'র মতবিনিময়

হাবীব চৌহান, কুষ্টিয়া
হাবীব চৌহান, কুষ্টিয়া

শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬ ১০:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট ও বিদ্যমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কুমারখালী ও খোকসা উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করছেন কুষ্টিয়ার পুলিশ সুপার জসিম উদ্দিন।

কুমারখালী ও খোকসা থানার যৌথ আয়োজনে শনিবার সকালে কুমারখালী উপজেলার আবুল হোসেন তরুণ অডিটোরিয়াম মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে আলোচনা করেন, বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী, বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী আফজাল হোসেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন খাঁন, বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী শহিদুল ইসলাম, মাইনরিটি জনতা পার্টির প্রার্থী তরুণ কুমার ঘোষ, গনফোরাম সমর্থিত প্রার্থী আব্দুল হাকিম মিঞা, আমার বাংলাদেশ (এবি পার্টি) পার্টি সমর্থিত প্রার্থী মো. আবু বক্কর সিদ্দিক।
এছাড়াও এনসিপির জেলা যুগ্ম সমন্বয়কারী ও সাংবাদিক কে এম আর শাহীন, আইনজীবী এ্যাড. শংকর মজুমদার, খোকসা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলী, খোকসা উপজেলা বিএনপি সভাপতি আলাউদ্দিন খাঁন, সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান, কুষ্টিয়া জেলা মহিলা দলের সাবেক নেত্রী সৈয়দা ফাহিমা রুমী, কুমারখালী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ তরিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আত্তাপ উদ্দিন, দৈনিক হাওয়া পত্রিকার সম্পাদক আব্দুর রাজ্জাক, বনিক সমিতির সভাপতি কে এম আলম টমে, কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. এস এম শাতিল মাহমুদ, জামায়াত নেতা নজরুল ইসলাম, ইসলামি আন্দোলন বাংলাদেশের নেতা আব্দুল মালেক, জেলা ছাত্র শিবির নেতা জুবায়ের আহমেদ, কুমারখালী প্রেসক্লাবের পক্ষে লিপু খন্দকার ও সোহাগ মাহমুদ প্রমুখ।

 মতবিনিময় সভার উন্মুক্ত আলোচনায় বক্তারা বলেন, অবৈধ আগ্নেয়াস্ত্রধারী চরমপন্থী সন্ত্রাসী, পলাতক আওয়ামী লীগের নেতাকর্মী, মাদক কারবারি সহ ভুমিদস্যুদের মাথাচাড়া দিয়ে উঠতে দেখা যাচ্ছে। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশের সদিচ্ছা বৃদ্ধির দাবী করেন অনেকেই।

এছাড়াও ভোট কেন্দ্রের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত, বিশেষ করে নারী ভোটারদের জন্য, তারা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারেন ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। কেউ যেন ভোট কেন্দ্রে প্রভাব বিস্তার করতে না পারে। বক্তারা আরও বলেন, প্রশাসনের একমুখী আচরণ পরিহার করতে হবে। মাদক, সন্ত্রাস সহ অপরাধমুলক কার্যক্রম আগেও ছিল, কিন্তু এখন একটু বেড়ে গেছে, তাই পুলিশকে আরো বেশি সক্রিয় হওয়া দরকার বলে জানান বক্তারা।

 

অন্যদিকে, অপরাধী নয় এমন ব্যক্তি ও সাধারণ মানুষের কাউকে কারো ব্যক্তিস্বার্থের কারণে গ্রেফতার বা হয়রানি না করারও দাবি করেন কেউ কেউ।

 

এ মতবিনিময় সভায় অংশ নেওয়া কুষ্টিয়া- ৪ আসনের বিভিন্ন দল মনোনীত প্রার্থীরাও নির্বাচনে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের পাশাপাশি সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার আহবান জানিয়েছেন।

কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আখতার সকল প্রার্থীকে নির্বাচনে আচরণবিধি মেনে চলার আহবান জানান। আচরণবিধি লঙ্ঘিত হলে আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।


প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, 'আসন্ন নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দর করতে হবে এই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে পুলিশ সহ প্রশাসন। মানুষ যেন ভোট প্রদানের মাধ্যমে তাদের নেতা নির্বাচন ও অধিকার আদায় করতে পারেন।' এ জন্য তিনি রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রার্থী সহ সর্বস্তরের জনগণকে প্রশাসনের সহযোগিতায় এগিয়ে আসার ও পাশে থাকার আহবান জানান।
তিনি আরো বলেন, 'থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের অধিকাংশই উদ্ধার করা হয়েছে। আর সামান্য কিছু বাহিরে রয়েছে।' এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা কাউকে অস্ত্র ব্যবহার করার সুযোগ দেবোনা। আমরা একটা সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর নির্বাচনী পরিবেশ নিশ্চিত করবো।'

মতবিনিময় সভায় কুমারখালীর অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী কমিশনার (ভুমি), খোকসার সহকারী কমিশনার (ভুমি), কুমারখালীর অফিসার ইনচার্জ, খোকসার অফিসার ইনচার্জ, উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী, মসজিদের ইমামসহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন