জামায়াতের সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে ভারতের ব্যাখ্যা
শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬ ১:১৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক পক্ষের সঙ্গে ভারতের নিয়মিত যোগাযোগের অংশ হিসেবেই জামায়াতে ইসলামীর সঙ্গে যোগাযোগকে দেখতে হবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।
শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রশ্নে বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমিরের সাম্প্রতিক এক বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরা হয়, যেখানে তিনি দাবি করেন যে ভারতের কূটনীতিকদের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়েছে।
ব্রিফিংয়ে জয়সোয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ ও বহুমাত্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে। এ সম্পর্কের ধারাবাহিকতায় ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা নিয়মিতভাবে বাংলাদেশের বিভিন্ন পক্ষের সঙ্গে সাক্ষাৎ করে থাকেন। নির্দিষ্ট কোনো দলের সঙ্গে যোগাযোগকে আলাদা করে দেখার সুযোগ নেই বলেও ইঙ্গিত দেন তিনি।
উল্লেখ্য, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান গত ৩১ ডিসেম্বর আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, গত বছর তাঁর বাইপাস সার্জারির পর ভারতের একজন কূটনীতিকের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। ওই বৈঠকটি গোপন রাখার অনুরোধ করা হয়েছিল বলেও তিনি দাবি করেন।
এ বিষয়ে এক সাংবাদিক জানতে চান, যখন ভারত বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখছে, তখন জামায়াতে ইসলামীর সঙ্গেও কি সে ধরনের যোগাযোগ রয়েছে? উত্তরে জয়সোয়াল বলেন, বিষয়টি সামগ্রিক কূটনৈতিক যোগাযোগের প্রেক্ষাপট থেকেই বিবেচনা করা উচিত।
১১৭ বার পড়া হয়েছে