সারাদেশ
বৈষম্যহীন ৯ম পে-স্কেল ও ১২টি গ্রেডের ভিত্তিতে সর্বনিম্ন ৩৫ হাজার টাকা নির্ধারণ করে অর্থবছরের জানুয়ারী থেকেই ৯ম পে-স্কেল বাস্তবায়ন ও গেজেট প্রকাশের দাবীতে নেত্রকোনায় প্রতীকী অনশন ও বিক্ষোভ সমাবেশ পালন করেছে বাংলাদেশ সরকারী কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।
৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নেত্রকোনায় প্রতীকী অনশন ও বিক্ষোভ
স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬ ১২:১১ অপরাহ্ন
শেয়ার করুন:
বৈষম্যহীন ৯ম পে-স্কেল ও ১২টি গ্রেডের ভিত্তিতে সর্বনিম্ন ৩৫ হাজার টাকা নির্ধারণ করে অর্থবছরের জানুয়ারী থেকেই ৯ম পে-স্কেল বাস্তবায়ন ও গেজেট প্রকাশের দাবীতে নেত্রকোনায় প্রতীকী অনশন ও বিক্ষোভ সমাবেশ পালন করেছে বাংলাদেশ সরকারী কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।
বাংলাদেশ সরকারী কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা প্রেসক্লাবের সামনে শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এ কর্মসূচী পালন করা হয়।
জেলার ১০ উপজেলার সরকারী কর্মচারীদের অংশগ্রহণে প্রতীকী কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারী কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ নেত্রকোনা জেলা শাখার প্রধান সমন্বয়ক মোঃ রফিকুল ইসলাম, সদস্য সচিব মোঃ শাহনূর কবীর খোকন, অর্থ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, মদন উপজেলা শাখার সমন্বয়ক হাবিবুর রহমান, দূর্গাপুর উপজেলা শাখার সমন্বয়ক মোঃ আব্দুল লতিফ প্রমূখ।
প্রধান উপদেষ্টার নিকট তাদের দাবী বাস্তবায়নের এবং দাবী পূরন না হলে কঠিন কর্মসূচীর ঘোষণা দেয়া হবে বলে জানান বক্তারা ।
১১৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন