ভূঞাপুরের চরে শীতার্ত মানুষের পাশে রেড ক্রিসেন্ট, বিতরণ হলো ৫শ' কম্বল
বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি, ২০২৬ ৭:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার দুর্গম চরাঞ্চলের শীতার্ত ও অসহায় মানুষের মাঝে ৫০০টি কম্বল বিতরণ করেছে টাঙ্গাইল জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার গোবিন্দাসী ঘাটপাড় এলাকায় এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। শীতপ্রবাহে ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে এই কম্বল বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি জিয়াউল হক শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান।
বক্তারা বলেন, চরাঞ্চলের মানুষের জীবনযাত্রা অত্যন্ত কষ্টসাধ্য। শীত মৌসুমে তাদের দুর্ভোগ আরও বেড়ে যায়। রেড ক্রিসেন্ট সোসাইটির এই উদ্যোগ অসহায় মানুষের জন্য বড় সহায়তা। ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রেড ক্রিসেন্টের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। কম্বল পেয়ে উপকারভোগীরা রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন।
১২১ বার পড়া হয়েছে