শিক্ষক নিয়োগে কেলেঙ্কারি: মাগুরার চার শিক্ষকের এমপিও বিতর্ক
বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি, ২০২৬ ৭:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মাগুরা সদর উপজেলার মনোয়ারা জামান মাধ্যমিক বিদ্যালয়ে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত চারজন শিক্ষককে এমপিওভুক্ত করা হয়েছে। এসব শিক্ষক হলো—সহকারী শিক্ষক (সমাজ বিজ্ঞান) রেক্সোনা আক্তার রিয়া, ক্রীড়া শিক্ষক ফিরোজ মাহমুদ, সহকারী শিক্ষক (ইসলাম ধর্ম) এবং সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান) রাজিবুল ইসলাম।
প্রাথমিক তথ্য অনুসারে, সাবেক জেলা শিক্ষা অফিসার আলমগীর কবীর বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মনোনয়ন দিয়ে অবৈধভাবে এই চারজনকে নিয়োগ প্রদান করেন। এসময় বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে শিক্ষক নিয়োগের অনুমোদনের বৈধ ক্ষমতা ছিল না। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর থেকে শিক্ষক নিয়োগের ক্ষমতা সরাসরি এনটিআরসিএ'র অধীনে হলেও, বিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে নিজস্ব নিয়োগ বোর্ড বসিয়ে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেন।
এরপর শিক্ষকরা এমপিওভুক্তির জন্য আবেদন করলে, ১৮ নভেম্বর ২০২৫ তারিখে সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস.এম. মোসলেম উদ্দিন স্বাক্ষরিত পত্রে মাউশি অধিদপ্তরের অনুমোদন দেওয়া হয়। তবে পত্রে সুস্পষ্টভাবে বলা হয়নি যে এমপিও দেওয়ার কোনো বৈধ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং আদালতের আদেশের কোনো উল্লেখও ছিল না।
জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের মধ্যে আর্থিক লেনদেন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগও উঠেছে। মাগুরা সদর মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম এমপিও সংক্রান্ত অনলাইন আবেদন প্রক্রিয়ায় নিজে এবং অন্যদের আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে পদক্ষেপ নিয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান এমপিও বিষয়টি মাউশি অধিদপ্তরে অবহিত করা হয়েছে এবং এমপিও বাতিলের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে, এ রিপোর্ট লেখা পর্যন্ত অবৈধভাবে ভুয়া নিয়োগ দেখিয়ে এমপিও প্রদান বন্ধ করা হয়নি।
স্থানীয় প্রশাসন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, বিভাগীয় কমিশনার খুলনা এবং দুর্নীতি দমন কমিশনের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
১৬৫ বার পড়া হয়েছে