গোপালগঞ্জ-০২ আসনে বিএনপির বিদ্রোহীসহ দুই প্রার্থীর মনোনয়ন বৈধ
বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬ ১১:৪৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জ-০২ আসনে (গোপালগঞ্জ ও কাশিয়ানির একাংশ) বিএনপির বিদ্রোহী প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ এবং স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট উৎপল বিশ্বাসের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর ফলে আসনটিতে নির্বাচনের ভোটের হিসাব-নিকাশে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, মঙ্গলবার ও বুধবার অনুষ্ঠিত পৃথক আপিল শুনানি শেষে দুই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেওয়া হয়। বুধবার দুপুরে সিরাজুল ইসলাম সিরাজের আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এর আগের দিন মঙ্গলবার বিকেলে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট উৎপল বিশ্বাসের আপিল শুনানি শেষে তাকেও বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
এর আগে গত ৩ জানুয়ারি গোপালগঞ্জের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় সিরাজুল ইসলাম সিরাজের মনোনয়নপত্র বাতিল করেন। ওয়ান পার্সেন্ট ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর সংক্রান্ত জটিলতার কারণ দেখিয়ে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। শুনানি শেষে কমিশন তার আপিল মঞ্জুর করে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
অন্যদিকে, ঋণখেলাপির অভিযোগের ভিত্তিতে জেলা রিটার্নিং কর্মকর্তা অ্যাডভোকেট উৎপল বিশ্বাসের মনোনয়নপত্র বাতিল করেছিলেন। তিনিও এ সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন। শুনানি শেষে নির্বাচন কমিশন তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার প্রতিক্রিয়ায় সিরাজুল ইসলাম সিরাজ বলেন, “নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত আমাকে আরও উৎসাহিত করেছে। যে কারণ দেখিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা আমার মনোনয়নপত্র বাতিল করেছিলেন, কমিশন তা গ্রহণযোগ্য মনে করেননি। আমি জনগণের ওপর আস্থাশীল। আশা করি, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়লাভ করতে পারব।”
দুই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার মধ্য দিয়ে গোপালগঞ্জ-০২ আসনটি এখন রাজনৈতিকভাবে আরও বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিশ্লেষকদের মতে, বিএনপির বিদ্রোহী প্রার্থী ও শক্তিশালী স্বতন্ত্র প্রার্থীর অংশগ্রহণে এই আসনে ভোটের সমীকরণ নতুন করে সাজানো হতে পারে।
১১৩ বার পড়া হয়েছে