কুয়াশা
মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬ ১:২২ অপরাহ্ন
শেয়ার করুন:
ভোরের নিঃশব্দ কুয়াশা চাদরে ঢেকে আছে,
সব স্পষ্ট রেখা মুছে দিয়ে
জীবনটাকে করে ধোঁয়াটে ভাষা।
দূরের পথ কাছে আসে,
কাছের মানুষ হয় অচেনা,
কুয়াশার ভেতরেই লুকিয়ে থাকে
না-বলা হাজারো বেদনা।
(দুই)
জীবনের গল্প
জীবনে অনেক গল্প থাকে
যা অজানা হয়ে থাকে—
কিছু গল্প শব্দে বলা যায় না,
শুধু নীরবতায় বোঝা যায়।
কিছু গল্প মানুষ লুকিয়ে রাখে
হাসির আড়ালে,
আর কিছু গল্প সময়ের সাথে সাথে
হারিয়ে যায় স্মৃতির পাতায়।
(তিন)
ভবিষ্যৎ ভাবনা
আমরা কখনো বর্তমানকে ঠিকমতো দেখি না—
মন সবসময় দৌড়ায় ভবিষ্যতের দিকে।
কি হবে, কি আসবে, কি হারাবো, কি পাবো—
এই হিসেব করতেই দিনগুলো ফুরিয়ে যায়।
ভাবতে ভাবতেই সামনে থাকা সময়টা
অজান্তেই পেরিয়ে যায় আমাদের হাত থেকে।
তারপর আবার নতুন ভবিষ্যৎকে নিয়ে ভাবি—
একটা অনন্ত দুশ্চিন্তার চক্রের মতো।
এই ভবিষ্যৎ ভাবা আসলে কখনোই শেষ হয় না,
শেষ হয় শুধু এক মুহূর্তে—
যখন জীবন থেমে যায়।
মৃত্যুই যেন মানুষের শেষ ভবিষ্যৎ,
যার পর আর কোনো চিন্তা থাকে না।
১১৯ বার পড়া হয়েছে