৬ জেলায় ৪ হাজার শীতার্ত মানুষের পাশে সেনাবাহিনী
মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬ ১:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ছয় জেলার বিভিন্ন এলাকায় চার হাজার শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গত ৯ জানুয়ারি থেকে আজ মঙ্গলবার পর্যন্ত সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ কার্যক্রমের আওতায় এ কর্মসূচি পরিচালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে ছয় জেলার ১৮টি এলাকায় দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করা হয়।
কর্মসূচির আওতায় দাউদকান্দি আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে চরগোপাল, চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অধীনে মাস্টারপাড়া এতিমখানা, কুমিল্লা সদর সমাজসেবা আর্মি ক্যাম্পের আওতায় দক্ষিণ সদর জোড় কানন ভূমি অফিস এলাকা ও অনন্যপুর আশ্রয় প্রকল্প, চৌদ্দগ্রাম আর্মি ক্যাম্পের অধীনে শুভপুর ইউনিয়ন এবং কুমিল্লা মেঘনা আর্মি ক্যাম্পের আওতায় চালিভাঙ্গা ইউনিয়নসহ দেবিদ্বার, বুড়িচং ও আখাউড়া আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এছাড়াও নোয়াখালী জেলার সদর, বেগমগঞ্জ, কোম্পানীগঞ্জ ও সোনাইমুড়ী, ফেনী জেলার সদর, দাগনভূঞা ও ফুলগাজী এবং লক্ষ্মীপুর জেলার সদর ও রায়পুর উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগে স্থানীয়ভাবে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।
১১৬ বার পড়া হয়েছে