মুজিবনগরে গণভোট-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ ১২:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
গণভোট ২০২৬ অবাধ, সুষ্ঠ ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন করার লক্ষ্যে মেহেরপুরের মুজিবনগর উপজেলায় এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় মুজিবনগর উপজেলার মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সে এ সভার আয়োজন করা হয়।
মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. সৈয়দ এনামুল কবির। সভায় সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা এনামুল হক এবং মুজিবনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা নুরুল ইসলাম।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, গণভোট জনগণের মতামত প্রকাশের একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক অধিকার। একটি শক্তিশালী ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় প্রত্যেক নাগরিকের দায়িত্বশীলভাবে ভোট প্রদানে অংশগ্রহণ অপরিহার্য।
সভায় প্রশাসনের পক্ষ থেকে গণভোটে সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি অন্যদেরও উৎসাহিত করার আহ্বান জানানো হয়। এ সময় উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা গণভোটের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
১০৯ বার পড়া হয়েছে