কুষ্টিয়ার দৌলতপুরে সৌদি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ ১১:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সৌদি প্রবাসীর স্ত্রী চম্পা খাতুন (৩৬)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের ইউসুফপুর গ্রামে স্বামীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত চম্পা খাতুন ওই গ্রামের সৌদি প্রবাসী আনসার আলীর স্ত্রী। স্থানীয়দের বরাতে জানা যায়, বাড়ির ভেতরে চম্পা খাতুনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনার পর আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে—তা নিয়ে এলাকায় নানা প্রশ্ন ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মরদেহটি ময়নাতদন্তের উদ্দেশ্যে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যা নাকি আত্মহত্যা- সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
১৪৮ বার পড়া হয়েছে