টাঙ্গাইলে শতাধিক জাতীয় পার্টি নেতাকর্মীর বিএনপিতে যোগদান
সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ ১০:১১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সোমবার টাঙ্গাইল সদর আসনের কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক ও মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে শতাধিক জাতীয় পার্টি নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
জেলা জাতীয় পার্টির সহ-সাধারণ সম্পাদক আবু ছাইদ আজাদের নেতৃত্বে জেলার চরাঞ্চলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই যোগদান কার্যক্রমে অংশ নেন।
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুলতান সালাউদ্দিন টুকু। সদর উপজেলা বিএনপি’র সভাপতি আজগর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহিন, বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সময় জাতীয় পার্টির নেতারা বিএনপির নেতাকর্মীদের হাতে ফুল তুলে দিয়ে দলীয় যোগদান সম্পন্ন করেন। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, 'এদেশ আমাদের সবার। তারেক রহমান বলেছেন, ভোট দেবো ধানের শীষে, দেশ গড়বো মিলে মিশে। আজ যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, তাদের স্বাগতম জানাই। আমরা আপনাদের সার্বিক সহযোগিতা আশা করি। তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্রের পথ আরো এগিয়ে নিয়ে যাবো।'
১১৩ বার পড়া হয়েছে