কুয়াকাটায় প্রথমবারের মতো বড় রোবোটিকস প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬ ১০:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
উপকূলীয় পর্যটন নগরী কুয়াকাটায় প্রথমবারের মতো বড় পরিসরে রোবোটিকস বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০টায় কুয়াকাটার আবাসিক হোটেল খান প্যালেস অডিটোরিয়ামে শুরু হওয়া এ কর্মশালায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২০ জন স্কুল শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
কুয়াকাটা পৌরসভার আয়োজন এবং বাংলাদেশ রোবট অলিম্পিয়াড (BDRO)-এর সহযোগিতায় অনুষ্ঠিত IROC Bangladesh Robotics Workshop–2026-এ সভাপতিত্ব করেন কুয়াকাটা পৌরসভার প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব মোঃ নিয়াজ মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসিন সাদেক।
প্রধান অতিথি ইয়াসিন সাদেক তার বক্তব্যে বলেন, “বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর। ভবিষ্যতের নেতৃত্ব দেবে প্রযুক্তিতে দক্ষ প্রজন্ম। উপকূলীয় অঞ্চলের শিক্ষার্থীদের জন্য এই ধরনের রোবোটিকস প্রশিক্ষণ সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
উল্লেখযোগ্যভাবে, কুয়াকাটা প্রেসক্লাব, বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষকবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, কর্মশালাটি একাধিক ব্যাচে পরিচালিত হবে এবং প্রশিক্ষণ শেষে সেরা শিক্ষার্থীদের রোবট তৈরির বেসিক কিট প্রদান করা হবে।
এ ধরণের প্রযুক্তিভিত্তিক উদ্যোগ উপকূলীয় অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়াতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
১৩৯ বার পড়া হয়েছে