সাহিত্য
কোটি জনতার ইনসাফ চেয়ে
বধির রাষ্ট্র
লাকি জাদু
শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬ ৮:১৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কোটি জনতার ইনসাফ চেয়ে
বলি হলো যে প্রাণ,
তার বিচারের নেই তো খবর—
এ জাতি বড় বেইমান।
বিচারের নামে নীরবতা,
এ কেমন রীতির বিচার?
অজুহাতে সময় গড়ায়,
অপরাধী পায় ছাড়।
রক্তে লেখা প্রশ্নগুলো
ফুটপাথে পড়ে থাকে,
ক্ষমতার মসনদে বসে
বধির রাষ্ট্র, বিজয়োল্লাসে হাসে।
আইনের খাতায় দাগ পড়ে না
শহীদের আর্তনাদ,
সত্যকে মেরে মিথ্যার গলায়
পরানো হয় পুরস্কারের স্বাদ।
এই জাতি নির্বাক নয় শুধু,
ভয়ে পাথর হয় মন,
ইনসাফ নয়—সুবিধার কাছে
বিক্রি হয় ন্যায়, সম্মান আজীবন।
১৪৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন