কুষ্টিয়ায় বিজিবির বিশেষ অভিযানে পৌনে ৬ হাজার প্যাকেট অবৈধ বিড়ি উদ্ধার
শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬ ৯:১১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়া জেলার সীমান্ত ও বাইপাস এলাকায় পৃথক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ও ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)। উদ্ধারকৃত বিড়ির আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লাখ ১৯ হাজার ৯০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (৯ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন সদরের একটি চৌকস টহল দল ত্রিমোহনী বাইপাস এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৪ হাজার ২০৬ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করা হয়, যার সিজার মূল্য ধরা হয়েছে প্রায় ২ লাখ ২৮ হাজার ৮০০ টাকা।
এর আগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে দৌলতপুর উপজেলার চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ১৫৭/৩-এস থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বাংলাবাজার মাঠপাড়া এলাকা থেকে ১ হাজার ৬৬০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করে বিজিবি। এসব বিড়ির বাজার মূল্য আনুমানিক ৯১ হাজার ১০০ টাকা।
বিজিবি সূত্রে আরও জানানো হয়, উদ্ধারকৃত বিড়িগুলো বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও সকল ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। জনস্বার্থ রক্ষা ও দেশের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।
২২২ বার পড়া হয়েছে