কুতুবদিয়ায় ট্রলারডুবি: দুই জেলের মরদেহ উদ্ধার
শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬ ৭:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় সাগরে মাছ ধরতে গিয়ে একটি ফিশিং ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও এক কিশোর জেলে নিখোঁজ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী এলাকার কামাল কোম্পানির মালিকানাধীন একটি ফিশিং ট্রলার সাগরে মাছ ধরার সময় দুর্ঘটনায় পড়ে। রাত আনুমানিক ৩টার দিকে ট্রলারটি ডুবে যায়। ওই সময় ট্রলারে মাঝি-মাল্লাসহ মোট ১১ জন জেলে অবস্থান করছিলেন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় জেলে ও স্বজনদের সহায়তায় আটজন জেলেকে আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। তবে তিনজন জেলে নিখোঁজ হন। পরে ভোরের দিকে নিখোঁজ তিনজনের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন ট্রলারের মাঝি ও বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী এলাকার জশির আলমের ছেলে এহেছান (২৫) এবং আলী আকবর ডেইল এলাকার বাসিন্দা লেড়ু। এখনও নিখোঁজ রয়েছে একই এলাকার মাহামুল করিমের ছেলে কিশোর জেলে মো. ফয়সাল (১২)।
ট্রলারটির মালিক মো. কামাল সওদাগর জানান, তার ট্রলারটি নিয়মিত সাগরে মাছ ধরতে যায়। কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। নিখোঁজ কিশোর জেলেকে উদ্ধারে স্থানীয়ভাবে তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রলারডুবির ঘটনায় দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং একজন কিশোর জেলে এখনও নিখোঁজ রয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি উদ্ধার কার্যক্রমের খোঁজখবর রাখা হচ্ছে।
১১৫ বার পড়া হয়েছে